সংসার চালানো নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কারও জন্য খাবারের জোগান দেওয়াটাই কষ্টকর। আবার কাউকে সন্তানদের লেখাপড়ার খরচ, চিকিৎসার খরচ—এসব নিয়ে ভাবতে হয়।
সব মিলিয়ে সংসারের খরচের ফর্দে অপরিহার্য হিসেবে থাকে খাবার, স্বাস্থ্য, শিক্ষা, জামাকাপড়, যাতায়াত, বাসাভাড়া, বিনোদন ইত্যাদি। যথেষ্ট আয় করতে না পারলে এসব খাতের খরচ মিটিয়ে সংসার চালানো কঠিন।
এবার দেখা যাক, সংসারে কোথায় কত খরচ হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের খানার আয় ও ব্যয় জরিপে একটি পরিবারের সংসার খরচ ও কোন কোন খাতে কত টাকা খরচ হয়, তার একটি গড় হিসাব দেওয়া হয়েছে।