মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

আজকের পত্রিকা প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩, ১৬:১৯

রাজধানীর তেজগাঁওয়ে নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন ও হতাহতের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে। আজ মঙ্গলবার সকালে রেল ভবনে তেজগাঁও রেল স্টেশনে ঢাকা-নেত্রকোনা রুটে চলাচলকারী ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। 
 
রেলমন্ত্রী বলেন, ‘পুরো ঘটনা তদন্ত না করে নির্দিষ্ট করে বলা যাবে না।’ তিনি আরও বলেন, ‘প্রতিটি ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যাত্রী হয়ে রেলের ভেতরে ঢুকে নাশকতা করেছে। এটা তো রেলের পক্ষে নিরাপদ করা সম্ভব না। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করেছে সেটা জানা নেই। আজ (মঙ্গলবার) সকালের ঘটনায় রেল থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us