আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩০০ সংসদীয় আসনে ১ হাজার ৮৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার রাতে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান।
তিনি জানান, ২৭টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৩৪৭ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে নির্বাচনে বৈধ প্রার্থির সংখ্যা ১ হাজার ৮৯৬ জন।