দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হচ্ছে রোববার; এরপর জানা যাবে, শেষ পর্যন্ত কারা থাকছেন ভোটের লড়াইয়ে।
দলীয় বা স্বতন্ত্র প্রার্থীদের কেউ নিজেকে ভোট থেকে সরিয়ে নিতে চাইলে বিকাল ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে জানাতে হবে। এরপরই চূড়ান্ত হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মোট সংখ্যা।
শেষ পর্যন্ত যারা ভোটের দৌড়ে থাকবেন, সোমবার তাদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তারা। ৩০০ আসনে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবার দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপত্র জমা, বাছাই, আপিল নিষ্পত্তি শেষে এখন পর্যন্ত ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র মিলে ২২৬০ জন বৈধ প্রার্থী রয়েছেন।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, বৈধভাবে মনোনীত প্রার্থী লিখিত বা স্বাক্ষরিত নোটিসের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমার মধ্যে নিজে অথবা লিখিত ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।
নিবন্ধিত দলের কোনো আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দেওয়া থাকলে দলের সভাপতি/সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী কোনো ব্যক্তি লিখিত নোটিস দিয়ে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে নিজে গিয়ে, কিংবা ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তির মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন সম্পর্কে অবহিত করতে পারবেন।
সেক্ষেত্রে ওই আসনে দলের অন্য প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়ে যাবে। আর দল থেকে ইসিকে কোনো চিঠি দেওয়া না হলে ওই আসনে ওই দলের সব প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়ে যাবে।