বিজয়ের দিনে শ্রদ্ধা জানিয়ে ভোট বয়কটের ডাক বিএনপির

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৩, ১৩:৩০

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদ ও দলের প্রতিষ্ঠাতা জিয়ার রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি।


সরকার পতনের আন্দোলনে থাকা দলটি বাঙালির এই বিজয়ের দিনে কোনো কর কর্মসূচি না রাখলেও ভোট বয়কটের ডাক দিয়েছে।


জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাব আপনাদের মাধ্যমে যে, মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের আত্মর তৃপ্তির জন্য, যারা আহত হয়েছেন, নানাভাবে কষ্ট করেছেন, যারা বিভিন্নভাবে এই যুদ্ধটাকে সফল করার জন্য কাজ করেছে, তাদের সকলের আত্মার শান্তির জন্য এই নির্যাতনকারী, অগণতান্ত্রিক, জোর করে ক্ষমতায় আসীন সরকারের পতন ঘটানোর যে ঐক্যবদ্ধ লড়াই, সেই লড়াইয়ে সবাই শামিল হোন।


“আর নির্বাচনে যে প্রহসনের খেলা হচ্ছে, এই খেলায় দয়া করে কেউ যুক্ত হবেন না। এই ভোট দেয়ার কোনো অর্থ নাই। এই ভোট না দেয়ার জন্য এবং এই ভোটের কার্য্ক্রমে অংশগ্রহণ না করার জন্য আমরা আহ্বান জানাই। আমরা আহ্বান জানাই যে, বাংলাদেশে সুষ্ঠু গণতন্ত্রের চর্চা হোক।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us