ঢাকার উত্তরার ১৮ নম্বর সেক্টরে স্বল্প ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জন্য সরকার যে অ্যাপার্টমেন্ট নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে তার ব্যয় প্রায় তিন কোটি টাকা কমানো হয়েছে। এতে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ১৯৫ কোটি টাকার কিছু বেশি।
এই ব্যয় কমানোর প্রস্তাব অনুমোন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (১৩ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।