মেসেজেস অ্যাপের এই সুবিধার কথা জানেন কি

প্রথম আলো প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩, ১৩:২১

ই-মেইল, ফোনকলের পাশাপাশি এসএমএস পাঠিয়েও বিভিন্ন ধরনের প্রতারণা করা হয়। ফোনে অনাকাঙ্ক্ষিত বা স্প্যাম বার্তা পাঠিয়ে প্রতারণার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। বিষয়টি অজানা নয় গুগলের কাছেও। তাই তো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অনাকাঙ্ক্ষিত বা স্প্যাম বার্তা থেকে রক্ষার জন্য নিজেদের মেসেজেস অ্যাপে স্প্যাম মেসেজ শনাক্তকরণ সুবিধা যুক্ত করেছে গুগল। এ সুবিধা চালু থাকলে অন্যদের পাঠানো সব বার্তা স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করে স্প্যাম বার্তা শনাক্ত করে থাকে মেসেজেস অ্যাপ। এর ফলে ব্যবহারকারীরা সহজে প্রতারণামূলক বার্তা থেকে নিজেদের নিরাপদে রাখতে পারেন। তবে অনেকে না জানার কারণে মেসেজেস অ্যাপে স্প্যাম মেসেজ শনাক্তকরণ সুবিধা ব্যবহার করেন না। এ সুবিধা চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক।


স্প্যাম মেসেজ শনাক্তকরণ সুবিধা চালুর জন্য প্রথমে মেসেজেস অ্যাপে প্রবেশ করে ওপরের ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। পরের পেজে প্রোফাইল নামসহ প্রদর্শিত অপশন থেকে মেসেজেস সেটিংসে ক্লিক করতে হবে। এরপর নিচে স্ক্রল করে স্প্যাম প্রটেকশন অপশন নির্বাচন করে এনাবল স্প্যাম প্রটেকশন-এর পাশে থাকা টগলটি চালু করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us