জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, এ কমিশনের অধীনে জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। এ কমিশন মৃত লাশ।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর রামপুরায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে একথা বলেন তিনি।
রেজাউল করিম বলেন, দলমত নির্বিশেষে সবাইকে প্রয়োজনে রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আওয়ামী লীগের মনে রাখা উচিত জনতার এ উত্তাল তরঙ্গ ও দুর্বার আন্দোলন পুলিশ দিয়ে বন্ধ করা যাবে না।