আলো স্বল্পতায় খেলা বন্ধ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৩, ১৫:২৩

খেলা শুরুর সময়ই ঘোষণা দেওয়া হয়েছিল বিকাল সোয়া ৫টা পর্যন্ত খেলা চলবে। এটি কেবল তখনই হবে, যখন খেলার মতো যথেষ্ট আলো থাকবে। কিন্তু তা আর হয়ে উঠেনি। তার দুই ঘণ্টা আগেই খেলার উপযোগিতা হারালো মাঠ। পর্যাপ্ত আলো না থাকায় খেলা বন্ধ ঘোষণা করেছেন আম্পায়াররা।


নিউজিল্যান্ড দেওয়া ৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে নাজমুল হোসেন শান্তর দল। দলীয় ৩ রানের মাথায় সাজঘরে ফেরেন মাহমুুদুল হাসান জয় (২ বলে ২)। এরপর ৩৮ রানের মাথায় দ্বিতীয় উইকেট বিলিয়ে দেন অধিনায়ক শান্ত। ২৪ বলে ১৫ রান করেন এই বাঁহাতি।


এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৮ রান। জাকির হাসান ১৬ রানে আর মুমিনুল হক ০ রানে অপরাজিত আছেন।


এর আগে তৃতীয় দিনে বেলা ১২ টায় ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে বড় লিড দাঁড় করানোর চেষ্টা করেছিলেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তবে মিচেলকে বেশি বাড়তে দেয়নি বাংলাদেশ। তবে গ্লেন ফিলিপস ফেরাতে পারেনি বাংলাদেশ। অবশেষে বাংলাদেশকে ৮ রানের লিড দিয়ে ফেরত যান এই কিউই ব্যাটার। তার ফেরত যাওয়ার পর আর কোনো রান যোগ না করে ১৮০ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ইসলাম

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us