দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে দ্বিতীয় ধাপে ১১০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
ইসির নির্দেশ অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ে ৮ বিভাগের ১১০ জন ইউএনওর বদলির প্রস্তাব বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে ইসি।
ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, “জনপ্রশাসন মন্ত্রণালয়কে কমিশন প্রস্তাবনা দিয়েছিল, যেসব উপজেলা নির্বাহী অফিসারের কর্মকাল এক বছর বা তার বেশি হয়েছে, তাদের বদলির জন্য।
“এর আলোকে নির্বাচন কমিশনের তিনটি ধাপে প্রস্তাব এসেছে। প্রথম ধাপে ছিল ৪৭ জন, দ্বিতীয় ধাপে এসেছে ১১০ জন। তৃতীয় ধাপে আছে ৪৮ জন। মোট ২০৫ জন ইউএনওর বদলিতে নির্বাচন কমিশন সম্মতি দিয়েছে।”