নবম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে আজ রোববার। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি শেষ হবে আগামী মঙ্গলবার সকাল ৬টায়। বিএনপির পাশাপাশি সমমনা দল ও জোটগুলোও এই কর্মসূচি পালন করবে। এদিকে গতকাল শনিবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ মিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল।
অবরোধের আগের রাতে রাজধানীর ফার্মগেট ও আজিমপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফার্মগেটে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক ব্যাংক কর্মকর্তাসহ দুজন আহত হয়েছেন। এ ছাড়া আগারগাঁও ও সায়েদাবাদ এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
অবরোধের সমর্থনে গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছেন বিএনপিসহ যুগপৎ আন্দোলনের সহযোগীরা। এদিন সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে মশাল মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিল শেষে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।