দুর্দান্ত অভিনয়, ইরফানপুত্র বাবিলে মুগ্ধ দর্শক

ডেইলি স্টার প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ১৫:৪৩

নির্মাতা মীরা নায়েরের প্রামাণ্যচিত্র 'সালাম বোম্বেতে' একজন চিঠি লেখকের ভূমিকায় দেখা যায় ইরফান খানকে। ওই সিনেমার মধ্য দিয়েই প্রথমবারের মতো বড় পর্দায় আসেন তিনি। তার অপলক চাহনি সিনেমায় এমন অনেক কথাই বলে দিয়েছিল, যা শব্দ দিয়ে বলা যায় না।


৩৫ বছর পর সিনেমাটিক জগতে এমনই মায়াবী চাহনি দিয়ে আবির্ভাব ইরফানপুত্র বাবিলের। তার সিরিজ 'দ্য রেলওয়ে ম্যান' ইতোমধ্যে সাড়া জাগিয়েছে সিনেপ্রেমীদের মাঝে। সেইসঙ্গে দুর্দান্ত অভিনয় দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বাবিল।


তবে তুলনাটা যেন বাবা ইরফান খানের সঙ্গেই। হবেই না কেন? ইরফানের নামের পাশে আছে 'মকবুল', 'লাইফ অব পাই', 'দ্য নেমসেক', 'পান সিং তোমার', 'দ্য লাঞ্চ বক্স' ও 'পিকু'র মতো অসংখ্য সিনেমা। এদিকে বাবিলের সিনেজগত কেবল শুরু। বাবার ছায়ায় বড় হওয়া বাবিল খানের যাত্রাটা কেমন? কী তার নেপথ্যের গল্প? ভবিষ্যতে নিজেকে কোথায় দেখছেন বাবিল?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us