বেশ কয়েক মাস ধরেই আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে জটিলতা চলছিল। এ নিয়ে পাল্টাপাল্টি মামলার ঘটনাও ঘটেছে। স্থগিত হয়েছে সংগঠনের সব ব্যাংক হিসাব। অবশেষে উচ্চ আদালতের নির্দেশে গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয় রিহ্যাবে প্রশাসক বসিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়েছে, উচ্চ আদালতের নির্দেশে রিহ্যাবের দৈনন্দিন কার্যক্রম পরিচালনাসহ কার্যনির্বাহী কমিটির নির্বাচন আয়োজনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জান্নাতুল ফেরদৌসকে প্রশাসক নিয়োগ করা হলো। তিনি যথাসময়ে রিহ্যাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে নির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।