দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন। এই নির্বাচনে ছোট ছোট অনেকগুলো দল অংশ নেওয়ার ঘোষণা দিলেও সে পথে না গিয়ে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে রয়েছে ডাকসুর সাবেক ভিপি নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। তবে ভোটে আসার জন্য নানা মহল থেকে চাপ আছে বলে দাবি করেছেন অনিবন্ধিত দলটির নেতা নুরুল হক নুর। অন্যদিকে নির্বাচনে অংশ নিচ্ছেন গণঅধিকার পরিষদের রেজা কিবরিয়াপন্থী নেতাদের কেউ কেউ। এরই মধ্যে রেজাপন্থী দলের কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য তৃণমূল বিএনপি থেকে মনোনয়নও নিয়েছেন।
জানা গেছে, রেজাপন্থী দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এস এম সাফি মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র গ্রহণ করেছেন। ময়মনসিংহ-৭ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. মালেক ফরাজী। এ ছাড়া তৃণমূল বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে দলের যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আমিন আহমেদ আফসারীকে। তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন নেওয়া দুজনকেই ২৩ নভেম্বর দল থেকে বহিষ্কার এবং আফসারীকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন দলের সদস্যসচিব ফারুক হাসান। তিনি আরও বলেন, ‘এস এম সাফি ও মালেক ফরাজীকে আগেই সন্দেহজনক মনে হয়েছিল। তৃণমূল বিএনপির মনোনয়ন নেওয়ার পর তাদের বহিষ্কার করা হয়েছে। এই সরকারের অধীনে যারা নির্বাচনে যাবে, তাদের কোনো স্থান আমাদের দলে নেই।’