টয়লেট পেপার কেন ফ্রিজে রাখতে হবে

প্রথম আলো প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩, ২০:১৭

ইংল্যান্ডভিত্তিক খাবারদাবারবিষয়ক ওয়েবসাইট ‘অনেস্ট ফুড টক’-এর সম্পাদক রুইজ আস্রি বলেন, এই কৌশলের পেছনে আছে টয়লেট পেপারের শোষণক্ষমতা। ফ্রিজের আর্দ্রতা প্রায়ই ছত্রাক ও দুর্গন্ধ সৃষ্টির কারণ। টয়লেট পেপার অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয় এবং কটু গন্ধ দূর করে।


ফ্রিজে টয়লেট পেপার রাখার চল ঠিক কবে শুরু হয়েছিল, তার কোনো লেখাজোখা নেই, তবে ২০১৫ সালেই এই তত্ত্বের কথা শোনা যায়। কিন্তু শুধু দুর্গন্ধ শোষক হিসেবে টয়লেট পেপারের ব্যবহার সাম্প্রতিক। প্রাথমিকভাবে গত বছর বা এর কাছাকাছি সময় থেকে টিকটক ও ফেসবুকের বিভিন্ন ভিডিওতে এর প্রচলনের নমুনা দেখা যেতে থাকে।


এটা কি সত্যিই কার্যকর


এই পদ্ধতি কিছুটা কার্যকর। টয়লেট পেপার দুর্গন্ধ শোষণ করে ঠিকই, তবে আরও কিছু পদ্ধতি আছে, যা বেশি কার্যকর। টয়লেট পেপার পদ্ধতি ব্যবহার করেছেন, এমন একজন হলেন এমি। তিনি ‘এমি অ্যান্ড রোজ’ নামে প্যারেন্টিং ব্লগের ব্লগার। এমি জানান, তাঁর ফ্রিজ থেকে আঁশটে গন্ধ বের হচ্ছিল। তাঁর মেয়ে তাঁকে টয়লেট পেপার পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেয়। তাতে কি কাজ হয়েছে? এমির উত্তর, ‘হ্যাঁ, কিছুটা কাজ হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us