কমিশন সবার সহযোগিতায় এমন একটি নির্বাচন উপহার দেবে, যা ভবিষ্যত প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
নির্বাচন কমিশনার বলেন, '(নির্বাচন সংশ্লিষ্ট) সবাই আশ্বস্ত করেছেন তারা শতভাগ স্বচ্ছতার সঙ্গে সঠিক জিনিসটা নিশ্চিত করবেন। যাতে করে একজন ভোটার নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে, ভোটটা সঠিকভাবে দিতে পারে এবং বেরিয়ে এসে আপনাদের (গণমাধ্যম) ফেস করতে পারে। কেমন ছিল ভোট মা/বাবা/দাদা, তখন বলবে বাবা, এ রকম ভোট তো কখনো দেখি নাই! এত সুন্দর ভোট হয়েছে। আমার ভোট আমি দিয়েছি, সুন্দর পরিবেশ। অথবা অন্য কিছু বলবে, সেটাই প্রকাশ করবেন।'
তিনি বলেন, 'দায়-দায়িত্ব রিটার্নিং অফিসারের। কারণ, আমাদের আইনে আছে রিটার্নিং অফিসারকে ডিসি সহায়তা করবেন। এখনো তো 'টু ইন ওয়ান'। যে রিটার্নিং অফিসার, সেই কিন্তু ডিসি। তাকে সে শতভাগ (সহায়তা) দিচ্ছে। অ্যাসিসট্যান্ট রিটার্নিং অফিসার উপজেলা, তার আন্ডারে আছে। তারাই কিন্তু প্রিসাইডিং অফিসার, অ্যাসিসট্যান্ট প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার নির্বাচন করছে। তারা নিশ্চিত হবে—তার কথা শুনবে, সঠিক কাজটা করবে।'