জার্মান যাজক বানিয়েছিলেন প্রথম ক্যালকুলেটর

প্রথম আলো প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩, ১৩:৩৬

২৫ নভেম্বর ১৭৩৯
জার্মান যাজক বানিয়েছিলেন প্রথম ক্যালকুলেটর


জার্মান যাজক ও ঘড়িনির্মাতা ফিলিপ হান পৃথিবীর প্রথম যান্ত্রিক ক্যালকুলেটরের নকশা করেছিলেন। ১৭৩৯ সালের ২৫ নভেম্বর ফিলিপ হান জার্মানিতে জন্মগ্রহণ করেন। যাজক হান জ্যোতির্বিদ ও উদ্ভাবকও ছিলেন। ১৭৯০ সালের ২ মে তিনি মারা যান।
১৭৬৩ সালে তিনি সঠিকভাবে সময় গণনার জন্য সূর্যঘড়ি (সানডায়াল) বা হেলিক্রোনোমিটার তৈরি করেন। ১৭৭৩ সালে ফিলিপ হান প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর উদ্ভাবন করেন, যা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে গণনা করা যেত। সেই ক্যালকুলেটরের দুটি এখনো পৃথিবীতে রয়েছে।


২৫ নভেম্বর ১৯৯৭
পিক্সারের ‘আ বাগ’স লাইফ’ মুক্তি পায়


পিক্সার অ্যানিমেশন স্টুডিও নির্মিত দ্বিতীয় পূর্ণদৈঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র আ বাগ’স লাইফ মুক্তি পায়। একই সঙ্গে মুক্তি পায় স্বল্পদৈর্ঘের অ্যানিমেশন ছবি জেরি’স গেম। জেরি’স গেম সে বছর সেরা অ্যানিমেটেড ফিল্ম হিসেবে একাডেমি অ্যাওয়ার্ড—অস্কার পেয়েছিল।


পুরোপুরি কম্পিউটার তৈরি অ্যানিমেটেড চলচ্চিত্র টয় স্টোরির সাফল্যের পর ঘাসফড়িংদের চরিত্র বানিয়ে আ বাগ’স লাইফ নির্মাণ করে পিক্সার। মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে ১৬ কোটি মার্কিন ডলারের ব্যবসা করে এই ছবি। পিক্সার নির্মিত এ দুই চলচ্চিত্রেরই প্রযোজক ওয়াল্ট ডিজনি পিকচার্স।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us