জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ময়মনসিংহ-৪ (সদর) আসনে টানা দুবার সংসদ সদস্য। এবারও তিনি এ আসনের প্রার্থী হবেন। জোটের কারণে ময়মনসিংহ সদর আসনে আওয়ামী লীগের কেউ নির্বাচন করেন না। তবে এবার এই আসনে আওয়ামী লীগের অন্তত ছয়জন নেতা দলীয় মনোনয়ন চেয়েছেন।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য কাজী আজাদ জাহান প্রথম আলোকে বলেন, ‘ময়মনসিংহ সদর আসনটিতে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা দলীয় মনোনয়ন চেয়েছেন। রাজনৈতিক জোটের কারণে এবারও এই আসনে রওশন এরশাদ প্রার্থী হতে পারেন। রওশন এরশাদ মনোনয়ন পেলেও দলীয় সিদ্ধান্ত মেনে আমরা তাঁর পক্ষে কাজ করব।’