নাশকতার মামলায় তিন মাসে সাজা বিএনপির তিন শতাধিক নেতা-কর্মীর

আজকের পত্রিকা প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩, ০৯:০০

নাশকতার বিভিন্ন পুরোনো মামলায় রাজধানীতে গত তিন মাসে বিএনপির তিন শতাধিক নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো মামলার রায় হচ্ছে। এসব মামলায় শাস্তি পাচ্ছেন বিএনপির সামনের সারির অনেক নেতাও। কিছু মামলায় জামায়াতের নেতা-কর্মীদেরও সাজা হয়েছে। ঢাকায় চলতি মাসেই সাজা হয়েছে আড়াই শতাধিক নেতা-কর্মীর। গত সোমবার এক দিনেই ঢাকা ও রংপুরে বিএনপির ১২২ নেতা-কর্মীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। এর মধ্যে রংপুরে ২০১৩ সালের এক মামলায় রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনসহ পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।


সাম্প্রতিক সময়ে সাজাপ্রাপ্ত নেতাদের মধ্যে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আহসান হাবিব লিংকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনামুল হক, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসান ও হাবিবুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us