বিএনপির পর দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার রাজধানীর সেগুনবাগিচা থেকে ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদাকে সাদা পোশাকে গ্রেপ্তারের পর আতঙ্কের মাত্রা আরও বেড়ে গেছে। পাশাপাশি আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য দলগুলোর নেতাদের ওপর বিভিন্ন মহল থেকে চাপ ও প্রলোভন দেওয়া হচ্ছে বলেও দাবি করা হচ্ছে।
যুগপৎ আন্দোলনের সঙ্গীরা বলছেন, বিএনপির বাইরে যেসব দল ও জোটের নেতারা রাজপথে সক্রিয় ও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তাদের গ্রেপ্তারের একটা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তাদের গ্রেপ্তার করা হবে, সেটাও এখন পরিষ্কার হয়ে গেছে। কারণ, তফসিল ঘোষণার পর সরকার চাইলেও এভাবে গ্রেপ্তার করতে পারবে না। আসলে সরকারের উদ্দেশ্য হচ্ছে যেসব রাজনৈতিক দল আন্দোলনে আছে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে দেওয়া। যেন মাঠের আন্দোলন জমে উঠতে না পারে।