বিশ্বকাপে খেলবেন ভেবে সাকিবের সঙ্গে বিজ্ঞাপনটা করেছিলেন তামিম

আজকের পত্রিকা প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৩, ১৩:৫৩

২০২৩ বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট দলে শুরু হয়ে যায় টালমাটাল অবস্থা। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বিশ্বকাপ দলে তামিম ইকবালের না থাকা নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। এরপর হতশ্রী পারফরম্যান্সে এবারের বিশ্বকাপ থেকে সবার আগেই ছিটকে গেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে আজ ম্যাচটি হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার। এই ম্যাচের আগে পুরোনো কথাই যেন নতুন করে মনে করালেন তামিম ইকবাল। 


বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে দেশের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের হয়ে বিজ্ঞাপন করেন সাকিব আর তামিম। গত ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণার পরই আবারও প্রকাশ্যে আসে সাকিব-তামিমের দ্বন্দ্ব, যেখানে সাকিবের নেতৃত্বাধীন বিশ্বকাপ দলে জায়গা হয়নি তামিমের। ঠিক এই ডামাডোলের মধ্যেই হয়েছিল সাকিব-তামিমের অনলাইন ব্যাংকিংয়ের বিজ্ঞাপন। সেখানে দুজনের ‘সন্ধির’ গল্প উঠে এসেছে। সেখানে সাকিব-তামিম বলছেন, ‘বাংলাদেশের জন্য আরেকবার হয়ে যাক...।’ তামিম কাল দাবি করলেন, বিশ্বকাপে তিনি খেললে এটির (অনলাইন ব্যাংকিংয়ের বিজ্ঞাপন) অর্থ অন্যরকমই হতো। অনলাইনে এক পণ্য বিক্রির বিজ্ঞাপনী অনুষ্ঠানে বাংলাদেশের বাঁহাতি ওপেনার বলেছেন, ‘আমার এবারের বিশ্বকাপে খেলার কথা ছিল। যদি খেলতে পারতাম, তাহলে এটির অর্থ অন্যরকমই হতো। তবে দুর্ভাগ্যজনকভাবে আমি খেলতে পারিনি।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us