বিশ্বের অন্যতম জনপ্রিয় গ্যাজেট নির্মাতা সংস্থা অ্যাপল। যার ধারে কাছে নেই কোনো গ্যাজেট সংস্থাই। অ্যাপলের আইফোনের পাশাপাশি অন্যান্য পণ্যও ব্যবহারকারীদের মনে অন্যরকম আগ্রহ আছে। এবার অডিও ডিভাইসে দারুণ দুটি প্রোডাক্ট লঞ্চ করল অ্যাপল, একটি অ্যাপল বিটস বাডস যা হল ইয়ারবাড। আর একটি অ্যাপল বিটস সোলো ৪ যা ওয়্যারলেস হেডফোন।
ইয়ারবাডে ইউএসবি টাইপ সি চার্জিংও পাওয়া যাবে। আইফোন এবং অ্যান্ড্রয়েড দুই ফোনেই কানেক্ট করা যাবে। বিট সোলো বাডস এক ক্লিকেই পেয়ারিং করা যাবে বলে দাবি করেছে সংস্থা। ফুল চার্জে টানা ১৮ ঘণ্টা প্লেব্যাক দিতে সক্ষম এই ইয়ারবাডস।