একসময় ছাত্রদলের রাজনীতি করতেন রাজীব শিকদার। এক দশক ধরে তিনি বাহরাইনে থাকেন। চলতি বছরের জুনে তিন মাসের ছুটিতে বাড়িতে এসেছিলেন। ছুটি শেষে গত ১১ সেপ্টেম্বর আবার বাহরাইনে ফিরে যান। কিন্তু ২ নভেম্বর মাগুরার মহম্মদপুর থানায় নাশকতা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পুলিশের করা একটি মামলায় তাঁকে আসামি করা হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শেখ শামিম ও ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল আলম খান। বিশেষ ক্ষমতা আইনে পুলিশের করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত ২৬ অক্টোবর থেকে কারাগারে আছেন। ৩১ অক্টোবর টঙ্গী পশ্চিম থানায় করা একটি মামলায় তাঁদের দুজনকে আসামি করা হয়েছে।