ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসে উঠে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান। তবে এর আগেই বাসের বেশির ভাগ অংশ পুড়ে যায়।
বাসের চালক হাবিবুর রহমান বলেন, কেপি পরিবহনের একটি বাস দিয়ে প্রতিদিন ভোরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে শ্রমিক নিয়ে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার একটি কারখানায় যান। প্রতিদিনের মতো আজও ভোরে কোনাবাড়ীর দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে সফিপুর বাজারে পূর্ব পাশে আরেকটি বাসের কারণে তাঁর বাসটির গতি কমাতে হয়। এ সময় চার থেকে পাঁচজন যুবক দৌড়ে বাসে ওঠেন। এরপর তাঁরা গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান।
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বাস। আজ সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায়ছবি: প্রথম আলো
হাবিবুর রহমান বলেন, ওই যুবকেরা যখন বাসে ওঠেন, তখন তিনি বলেছিলেন, ‘ভাই, আমি তো কোনো যাত্রী নেব না, আপনারা কেন উঠেছেন?’ তখন তাঁরা জবাবে বলেছিলেন, কোথাও যাওয়া লাগবে না। এর পরপরই তাঁদের হাতে থাকা বোতল থেকে তেল ছিটিয়ে দেন। পরে আগুন দিয়ে পালিয়ে যান। তিনি অল্পের জন্য দৌড়ে নেমে গিয়ে বেঁচে গেছেন।