আফ্রিকার দেশ তাঞ্জানিয়ায় ঔপনিবেশিক আমলে করা নৃশংসতার জন্য জার্মানির প্রেসিডেন্ট ‘লজ্জা’ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।
১৯০৫ থেকে ১৯০৭ সাল পর্যন্ত দুই বছর ধরে চলা মাজি মাজি বিদ্রোহের সময় জার্মানির বাহিনী প্রায় তিন লাখ মানুষকে হত্যা করেছিল। এটি সবচেয়ে রক্তাক্ত উপনিবেশবিরোধী বিদ্রোহগুলোর মধ্যে একটি।
বুধবার তাঞ্জানিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রুভুমা অঞ্চলের রাজধানী সোনগেয়ার মাজি মাজি জাদুঘরে বক্তৃতা করার সময় প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাইটা স্টাইনমায়ার বলেন, “এখানে আপনাদের পূর্বসূরীদের সঙ্গে জার্মানরা যা করেছিল তার জন্য আমি ক্ষমা চাই। এখানে যা ঘটেছিল তা আমাদের যৌথ ইতিহাস, আপনাদের পূর্বসূরীদের ইতিহাস আর আমাদের জার্মানির পূর্বসূরীদের ইতিহাস।”