অবরোধে ভয় নিয়েই ‘পেটের টানে’ রাস্তায়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৩, ০৮:৫২

“যে দলই ক্ষমতায় যাক, আমরা শান্তি মতো চলাফেরা করতাম চাই, চাইট্টা ভাত খাইতাম চাই- এটাই হইল আমাগো কথা। আমরা শান্তি চাই, নিরাপদে থাকতাম চাই”- টানা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন বলছিলেন ঢাকার মোহাম্মদপুরের একটি বাড়ির কেয়ারটেকার কুদ্দুছ মিয়া।


অবরোধে সহিংসতার কারণে আতঙ্কের মধ্যে দিন কাটছে তার। নিজের নয়, তার ভয়ের কারণ ছেলের জীবনের নিরাপত্তা। গুলিস্তানের একটি কম্বলের দোকানে কাজ করেন তার ছেলে।


অবরোধের মতো কর্মসূচিতে কর্মজীবী মানুষকে যাওয়া আসা করতে হয় বাসে, আর যখন তখন বাসে আগুনের খবর আসে। এসব আগুনে কত মানুষের কত স্বপ্ন মুখে গিয়ে জীবনের রঙ মুছে গেছে, তা অজানা নয় কুদ্দুছ মিয়ার। তাই ছেলে ঝুঁকি নিতে চাননি।


তিনি বলেন, “গাড়ি চলব কি না, এটা চিন্তা কইরা অবরোধ শুরুর আগের দিনই আমার পোলা গুলিস্তান চইল্যা গেছে। ওইখানেই আছে, দোকানের মধ্যেই থাকে। কী অবস্থায় আছে, এটা নিয়া তো চিন্তা লাগেই।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us