লাভের ধারায় রবি

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩, ১৬:০৪

মোবাইল ফোন অপারেটর রবি’র দেশব্যাপী বিস্তৃত শক্তিশালী নেটওয়ার্কের প্রতি গ্রাহকের আস্থা বাড়ায়  বিভিন্ন প্রতিকূলতার মাঝেও ব্যবসায়িক প্রবৃদ্ধি ও মুনাফার ধারায় রয়েছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে। এতে দেখা গেছে,এই প্রান্তিকে রবি কর পরবর্তী মুনাফা করেছে ১০৬ কোটি টাকা।


বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর গুলশানে অপারেটরটির প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন এসব তথ্য জানায় রবি।


অনুষ্ঠানে ব্যবসার সার্বিক পরিস্থিতি তুলে ধরে রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি বলেছেন, নেটওয়ার্ক উন্নয়নে ক্রমাগত বিনিয়োগের ফলে রবির ওপর গ্রাহকের আস্থা বেড়ে চলছে। যার প্রমাণ এই প্রান্তিকে আমাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন ১২ লাখ গ্রাহক। দৃঢ় আর্থিক ভিত্তি, ৪জি নেটওয়ার্কে উল্লেখযোগ্য বিনিয়োগ এবং ব্যতিক্রমী উদ্ভাবনী সেবার মাধ্যমে আমরা সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us