কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি ঠেকানোর সক্ষমতা আছে কেবল বিভিন্ন দেশের সরকারের --এমনই বলছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
এআই প্রযুক্তির ঝুঁকি নিয়ে কথা বলতে আগামী সপ্তাহে ‘এআই সেইফটি সামিট’ নামের বৈশ্বিক সম্মেলন আয়োজন করছে যুক্তরাজ্য। আর আয়োজনটির আগ মূহুর্তেই এমন বক্তব্য দিলেন সুনাক।
তিনি আরও বলেন, এ আয়োজনে অংশ নিতে যাওয়া দেশগুলো এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকিগুলো নিয়ে একমত হওয়ার পাশাপাশি একটি বৈশ্বিক প্যানেল গঠন করতে পারে।
“নতুন এআই প্রযুক্তির খুঁটিনাটি পরীক্ষার জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সুরক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবে যুক্তরাজ্য, যেখানে এর ভুল তথ্য থেকে শুরু করে সবচেয়ে প্রতিকূল ঝুঁকিগুলো নিয়েও গবেষণা চালানো হবে।” --বলেন সুনাক।