আওয়ামী লীগের 'উসকানি' এবং বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশের 'বাধা'র কারণে আগামী ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশ করা চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন দলটির নেতারা।
তারা জানান, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছে।
সমাবেশকে ঘিরে বিএনপির সিনিয়র নেতারা ফ্রন্ট, সহযোগী ও জেলা শাখার নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন বলে জানান তারা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত মঙ্গলবার বলেছেন, ঢাকার প্রতিটি রাস্তায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিত থাকতে হবে এবং ওই দিন কেউ অশান্তি সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগ সূত্র জানায়, হামলা হলে আত্মরক্ষার জন্য তাদের নেতাকর্মীদের লাঠি বহনের নির্দেশনা দেওয়া হয়েছে।