বাড়িতে যাওয়ার আগে ফাঁকা বাসার নিরাপত্তা নিয়ে তাই সজাগ থাকা জরুরি। ছুটি শুরু হওয়ার আগেই পরিকল্পনা করে নিন আপনার বর্তমান বাসার কোন দিকগুলো নিরাপদ রাখা দরকার। অনেক সময় বাসার জিনিস মেরামত করার থাকে। যা করব করব করেও করা হচ্ছে না। তাই আজই মেরামত করে নিন বাসার লক, পানির ট্যাপ ইত্যাদি। কারণ, ছুটিতে থাকার সময় এসব জিনিস থেকে দুর্ঘটনা ঘটতে পারে।
বিশেষভাবে জোর দিতে হবে বৈদ্যুতিক যন্ত্রপাতির দিকে। নগর জীবনযাপনে আমরা প্রবলভাবে টেলিভিশন, ফ্রিজ, কম্পিউটার, ওভেন, ওয়াশিং মেশিনের মতো নানা যন্ত্রের ওপর নির্ভরশীল। ছুটিতে যাওয়ার আগে এসব যন্ত্রের সংযোগ বিচ্ছিন্ন করে রেখে যেতে হবে। এখন যেহেতু বৃষ্টিও হচ্ছে, তাই বজ্রপাতের আশঙ্কাও আছে। বজ্রপাতের সময় এসব যন্ত্রের বৈদ্যুতিক সংযোগ থাকলে দুর্ঘটনা ঘটার আশংকা বেশি। ফ্রিজে বেশি খাবার জমে থাকলে তা দ্রুতই শেষ করে ফেলুন। কারণ, বাড়ি ছাড়ার আগেই ফ্রিজ খালি করে সংযোগ বিচ্ছিন্ন করে যেতে হবে।