ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ ১৭তম দিনে গড়িয়েছে। এরই মধ্যে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে প্রায় সাড়ে ৪ হাজার মানুষ নিহত হয়েছে। গাজার হাসপাতালে হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজা হাসপাতালে সৃষ্টি হয়েছে চিকিৎসাসামগ্রীর সংকট।
স্থানীয় সময় রোববার বিবিসি নিউজ আওয়ার প্রোগ্রামে আল-শিফা হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, ভয়াবহ অবস্থার মুখোমুখি হচ্ছেন তাঁরা।
আল-শিফা হাসপাতালের ওই চিকিৎসকের নাম ঘাসান আবু সিত্তাহ। তিনি বলেন, ‘হাসপাতালের ক্ষত সারানোর জন্য ব্যান্ডেজ, ফ্র্যাকচার ঠিক করার জন্য পিন ও রড ফুরিয়ে গেছে।’
ঘাসান আবু সিত্তাহ বলেন, ‘আহতের সংখ্যা বাড়ছেই। কিন্তু আমাদের চিকিৎসা সামগ্রী নেই।’ চিকিৎসক আরও বলেন, ‘নিবিড় পরিচর্যায় থাকা রোগীদের জন্য বিদ্যুৎ সরবরাহও একটি উদ্বেগের বিষয়। বিদ্যুৎ ছাড়া এই হাসপাতাল কেবল একটি গণকবর।’ তিনি বলেন, হাসপাতালের কর্মীরা তাঁদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তবু ১৬ থেকে ১৮ ঘণ্টা কাজ করছেন।