মন্ত্রণালয়-আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে ইসি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ২২:৪৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে আটঘাট বেঁধে নেমেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষে আগামী ৩০ অক্টোবর ও পহেলা নভেম্বর টানা দুইদিন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। টানা এই দুইদিন বৈঠকজুড়েই থাকবে নির্বাচন সফল করার বার্তা। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।


ইসি কর্মকর্তারা জানান, নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়ে আগামী পহেলা নভেম্বরের ওই বৈঠকটি করবে ইসি। এতে ভোটের দিনক্ষণ নিয়ে আলোচনা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকটি নির্বাচন ভবনের সভাকক্ষে ওইদিন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।


অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় ঠিক করতে আগামী ৩০ অক্টোবর এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবে ইসি। আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, র্যাব, বিজিবি, আনসার- ভিডিপি, কোস্ট, গার্ড, এনএসআই, ডিজিএফআই এর মহাপরিচালক, এসবি'র অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এ লক্ষে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান এরই মধ্যে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠিয়েছেন বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে কাল

প্রথম আলো | নির্বাচন কমিশন কার্যালয়
১ মাস, ২ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us