গাজা ভূখণ্ডকে সম্পূর্ণ অবরুদ্ধ করে জীবনধারণের প্রয়োজনী রসদ বন্ধ করে দিয়ে সেখানে ইসরায়েলের বোমাবর্ষণ চলছেই; দুই সপ্তাহ ধরে এমন অভিযানে তৈরি হয়েছে তীব্র মানবিক সংকট।
রক্তের বন্যা আর খাবার ও চিকিৎসার জন্য হাহাকারের এই পরিস্থিতিকে নরকের সঙ্গে তুলনা করেছে গাজার শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ।
বিবিসি জানিয়েছে, দুই সপ্তাহ ধরা চলা সংঘাতের মধ্যে ফিলিস্তিনের ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অনেকে স্কুলের ভবন ও শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। বিছানা-তোষক নেই, ঘুমাতে হচ্ছে মাটি বা মেঝেতেই। তীব্র সংকট তৈরি হয়েছে খাবার পানি ও চিকিৎসার।