‘বাংলাদেশ বাংলাদেশই, তাদের যেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড না ভাবি’

প্রথম আলো প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩, ১৫:২৬

বাংলাদেশ দল যেন সমস্যার অন্য নাম। দারুণ শুরুর পরও মিডল অর্ডারের ধসে বাংলাদেশ গতকাল ভারতের বিপক্ষে তুলেছিল মাত্র ২৫৬ রান। এই পুঁজি নিয়ে কী আর ভারতের রোহিত শর্মা-বিরাট কোহলি-শুবমান গিলদের সামলানো যায়!


ফলাফল ৭ উইকেটের বড় হার। বড় হার অবশ্য বাংলাদেশের জন্য নতুন নয়। আগের দুই ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে তারা। বাংলাদেশের এমন পারফরম্যান্সে বাংলাদেশকে একেবারে ধুয়ে দিলেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ।


২৫৬ রানের পুঁজি, অধিনায়ক নাজমুল হোসেন আর কী-ইবা করতে পারতেন! ভারতীয় দুই ওপেনার রোহিত ও শুবমানের বিপক্ষে একমাত্র বাঁহাতি স্পিনার নাসুমকেই নিয়ে এসেছেন। কাজের কাজ কিছুই হয়নি। মানে উইকেট এনে দিতে পারেননি। তবে রানের গতি কিছুটা হলেই কমে এসেছিল।


তবে সময়ের সেরা এই ওপেনিং জুটিকে তো আর এক নাসুমকে দিয়ে আটকানো সম্ভব নয়। দুজনে গড়েছিলেন ৭৬ বলে ৮৮ রানের জুটি। ক্রিকবাজে ম্যাচ–পরবর্তী এক অনুষ্ঠানে শেবাগকে দ্রুত স্পিনার নিয়ে আসার কৌশল নিয়ে প্রশ্ন করেছিলেন সঞ্চালক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us