অবরুদ্ধ গাজা উপত্যাকায় ইসরায়েলের ক্রমাগত হামলার পরিপ্রেক্ষিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কংগ্রেসে বিক্ষোভ করেছেন কয়েক শ আমেরিকান ইহুদি।
আজ বৃহস্পতিবার সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার 'জুইশ ভয়েস ফর পিস' সংগঠনের সদস্যরা কংগ্রেসের ভেতরে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে বিক্ষোভ করেন।
এতে আরও বলা হয়, বিক্ষোভে কয়েক ডজন ইহুদি ধর্মগুরু (র্যাবাই) যোগ দিয়েছিলেন।
আজ ভোরে সংগঠনটির এক্স (সাবেক টুইটার) পোস্টে বলা হয়, 'কয়েক শ আমেরিকান ইহুদি কংগ্রেসে অবস্থান করছে। কংগ্রেস গাজায় যুদ্ধবিরতির ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। কয়েক হাজার মার্কিন ইহুদি বাইরে প্রতিবাদ করছেন। সাড়ে তিন শ জন কংগ্রেসের ভেতরে আছেন। তাদের মধ্যে দুই ডজন র্যাবাই আছেন। আমরা আবেদনমূলক প্রতিরোধ করছি।'