পরস্পরবিরোধী রাজনৈতিক দলগুলোকে ‘জনগণ ও দেশের কথা ভেবে’ সমঝোতায় আসার আহ্বান করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
প্রধান দুই রাজনৈতিক শক্তি নিজেদের অবস্থানে অনড় থাকলেও দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে সমঝোতারা আশা ছাড়ছেন না তিনি।
অবশ্য সমঝোতা হোক বা না হোক, জানুয়ারির মধ্যে ভোটের আয়োজন করতেই হবে জানিয়ে নভেম্বরে তফসিল ঘোষণার প্রস্তুতির কথাও বলেছেন তিনি।
বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এই নির্বাচন কমিশনার।
আনিছুর বলেন, “দলগুলোরও জনগণ ও দেশের কথা বিবেচনা করে সমাধানের পথ খুঁজে বের করা উচিত।”
তফসিল ঘোষণার আগের মাসেও আওয়ামী লীগ ও বিএনপি কেউ কাউকে ছাড় না দেওয়ার ইঙ্গিত দিলেও আশা না হারানোর কথাও জানিয়েছেন তিনি। বলেন, “রাজনৈতিক পরিস্থিতি কী হবে না হবে, তা কেউ বলতে পারছি না। কাজেই আমরা চাই- আশা করি যে, একটা ভালো পরিবেশ হবে।