দুর্গাপূজার পর সরকার পতনের আন্দোলনের শেষ ধাপ শুরু হবে বলে বিএনপির পক্ষ থেকে বলা হলেও সরকার বা সরকারি দল সেটা নিয়ে খুব উদ্বেগে আছে বলে মনে হয় না। বরং ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের কাছে ভোট চাইতে শুরু করেছে। দলের এবারের নির্বাচনী ইশতেহারের মূল স্লোগান হচ্ছে ‘স্মার্ট বাংলাদেশ’।
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি আসন্ন নির্বাচনে অংশ নেবে না বলে সিদ্ধান্ত নিয়ে বসে আছে। অন্যদিকে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের অধীনে নির্বাচন- এমন অবস্থানে অবিচল রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যথাসময়ে, যথানিয়মে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চূড়ান্ত করছে নির্বাচন কমিশনও। এ বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, কোন দল এলো, আর কোন দল এলো না সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। যেটা গুরুত্বপূর্ণ হবে তা হলো- ভোট যদি ‘অবাধ ও সুষ্ঠু’ হয়, যদি ভোটারদের উপস্থিতি ভালো থাকে, তারা নির্ভয়ে ভোট দিতে পারে তাহলেই ‘গ্রহণযোগ্য নির্বাচন’ হয়েছে বলা যাবে বলে মনে করেন ইসি।