সরকারকে শেষ বার্তা দিতে চায় বিএনপি

যুগান্তর প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩, ১২:৪৬

পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য শেষবারের মতো সরকারকে কড়া বার্তা দিতে চায় বিএনপি। এজন্য ক্ষমতাসীন দলকে আলটিমেটাম দেবে দলটি। দুর্গাপূজা শেষ হওয়া পর্যন্ত সময় বেঁধে দেওয়া হতে পারে। আগামীকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে জনসমাবেশের মধ্য দিয়ে শেষ হচ্ছে টানা দ্বিতীয় দফার কর্মসূচি। এ জনসমাবেশ থেকেই আলটিমেটাম দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে দাবি না মানলে তফশিল পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা দেবে। যা পূজার পর ২৬ অথবা ২৭ অক্টোবর থেকে শুরু হতে পারে। এছাড়া জনসমাবেশ থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হবে।


চূড়ান্ত পর্যায়ে বেশিরভাগ কর্মসূচি হবে ঢাকাকেন্দ্রিক। ঘেরাও কর্মসূচি দিয়ে এ আন্দোলন শুরু হতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঘেরাওয়ের কর্মসূচির ক্ষেত্রেও নীতিনির্ধারকদের প্রস্তাবে রয়েছে। পাশাপাশি সড়কপথ, রেলপথ ও নৌপথ অবরোধের মতো কর্মসূচিও আসতে পারে। সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকেও এ নিয়ে প্রাথমিক একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। যা চূড়ান্ত করবে দলটির হাইকমান্ড। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us