প্রথমবারের মতো ব্যবহৃত হলো ‘স্পাইওয়্যার’ শব্দ

প্রথম আলো প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩, ১০:৩২

প্রথমবারের মতো ব্যবহৃত হলো ‘স্পাইওয়্যার’ শব্দ
নেটওয়ার্ক–বিষয়ক সাময়িকী ইউজনেটের একটি নিবন্ধে ‘স্পাইওয়্যার’ শব্দ ব্যবহার করা হয়। উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেমের প্রোগ্রামিং সংকেত (সোর্স কোড) নিয়ে খোঁচা মেরে মজা করে স্পাইওয়্যার শব্দটি ওই নিবন্ধে লেখা হয়েছিল। মাইক্রোসফটের ব্যবসার ধরনকেও বোঝানো হয়েছিল স্পাইওয়্যার শব্দ দিয়ে।
এরপর ২০০০ সালের শুরুতে একটি ব্যক্তিগত ফায়ারওয়াল সফটওয়্যারে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পাইওয়্যার শব্দটি ব্যবহার করা হয়। স্পাইওয়্যারকে সফটওয়্যারের একটি বিশেষ ধরন হিসেবে গণ্য করার শুরু এভাবেই।

রয়টার্স
গুপ্তচর বা স্পাইয়ের যে কাজ, বৈশিষ্ট্যের দিক থেকে স্পাইওয়্যারের কাজও তেমন। এটি একধরনের ক্ষতিকর সফটওয়্যার, যেটির উদ্দেশ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কম্পিউটার থেকে তথ্য সংগ্রহ করে অন্যকে পাঠানো। ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করে স্পাইওয়্যার তথ্য সংগ্রহ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us