চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘মুজিব’ সিনেমার ট্রেলার। পরবর্তীতে অন্তর্জালে এলে সিনেমাটির নির্মাণশৈলী নিয়ে নেটিজেনদের মধ্যে প্রশ্ন তৈরি হয়। কেউ কেউ সমালোচনাও করেছেন। তবে সিনেমা মুক্তির পর সমালোচনা বদলে গেছে প্রশংসায়।
শুক্রবার দেশের ১৫৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমাটিতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করে তুমুল প্রশংসা পাচ্ছেন আরিফিন শুভ। রাজধানীর কয়েকটি প্রেক্ষাগৃহে খোঁজ নিয়ে এমন তথ্যই পাওয়া গেছে।