পাসওয়ার্ড নয়, গুগলে এখন দিতে হবে পাসকি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩, ২৩:০৩

গুগলে যে আর পাসওয়ার্ড থাকছে না তা অনেকদিন আগেই ঘোষণা করেছিল সংস্থাটি। তার পরিবর্তে আসছে পাসকি। এবার পাসওয়ার্ডের বদলে ব্যবহারকারীদের গুগল অ্যাকাউন্টে ডিফল্ট সাইন-ইন প্রক্রিয়ার জন্য পাসকি ব্যবহার করতে হবে। পাসকি ফিচারটি বাই ডিফল্ট তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অর্থাৎ অ্যাকাউন্ট সেটিংস থেকে এর সেটআপ প্রক্রিয়াটি ব্যবহারকারীদের ম্যানুয়ালি সার্চ করতে হবে না।


এখন জেনে নিন কী এই পাসকি, এর সুবিধা কী


মূলত পাসওয়ার্ডের থেকে পাসকি অনেক বেশি সুরক্ষিত এবং তা ব্যবহারও সুবিধাজনক। পাসকিগুলো ব্যবহারকারীদের বিভিন্ন গুগল অ্যাপে লগইন করতে দেয় এবং ওয়েবসাইটগুলোতে ঢুঁ মারতে দেয় বায়োমেট্রিক সেন্সর (ফেশিয়াল রিকগনিশন বা ফিঙ্গারপ্রিন্ট), প্যাটার্ন, পিনের মাধ্যমে। অর্থাৎ গুগল ব্যবহারকারীদের এবার লগইন করতে আর পাসওয়ার্ড মনে রাখতে হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us