এক দফা আন্দোলনের কর্মসূচি চূড়ান্তে সমমনাদের ‘মত নিচ্ছে’ বিএনপি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩, ২১:৩৩

সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঠিক করতে সরকারবিরোধী আন্দোলনে থাকা দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি।


বুধবার রাতে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং লেবার পার্টির নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক হয় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে।


এসব বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন। লন্ডন থেকে স্কাইপে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


তবে বৈঠকের পর সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।


আগামী জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট ধরে নভেম্বরে তফসিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের প্রস্তুতির মধ্যে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেওয়া বিএনপি ও সমমান দলগুলো দুর্গা পূজা শেষে ‘কঠোর কর্মসূচি দেওয়ার’ কথা বলছে। তবে কী ধরনের কর্মসূচি দেওয়া হবে, সে বিষয়ে এখনও গণমাধ্যমকে কিছু বলেননি জোট নেতারা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us