ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক জানিয়েছেন, ইসরায়েলের অব্যাহত হামলার কারণে সেখানকার স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে। তিনি আরও জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স লক্ষ্য করেও বোমা ছুড়েছে। এতে অন্তত ৫ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে মঙ্গলবার (১০ অক্টোবর) এ কর্মকর্তা বলেছেন, ‘আমাদের ওষুধের অপ্রতুলতা রয়েছে। ল্যাবগুলো চালু রাখতে ওষুধ সরবরাহ ও বিকারক প্রয়োজন আমাদের।’
মহাপরিচালক মেদহাত আব্বাস আরও বলেছেন, ‘এখানকার পরিস্থিতি খুবই জটিল। আমাদের এখানে হাজার হাজার আহত মানুষ চিকিৎসার জন্য এসেছেন। যেসব সুযোগ-সুবিধা রয়েছে সেগুলোর উপর এটি চাপ ফেলছে।’