১ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার, কেজিতে ৩ টাকা বেশি পাবে মেঘনা

আজকের পত্রিকা প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৩, ১৭:২১

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য দেশীয় দুই প্রতিষ্ঠান থেকে ১ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট খরচ হবে ২০৮ কোটি ৮২ লাখ ৭০ হাজার টাকা। তবে দুই কোম্পানির কাছ থেকে ভিন্ন ভিন্ন দামে এ তেল কিনছে সরকার। সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে কেনা প্রতি লিটার তেলের দাম পড়বে ১৫৮ টাকা ৫৫ পয়সা।


অপরদিকে, মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেডের তেলের লিটার পড়বে ১৬১ টাকা ৯৪ পয়সা।


গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই প্রস্তাবে অনুমোদন দেয়। সভায় মোট ১২টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৪২ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত জানান।


সাঈদ মাহবুব খান বলেন, ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১২টি প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রস্তাবগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের ৩টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ২টি, শিল্প মন্ত্রণালয়ের ২টি, স্থানীয় সরকার বিভাগের ২টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১টি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ১টি প্রস্তাব ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us