ভিসানীতি ও পরিকল্পিত গুজব সন্ত্রাস

জাগো নিউজ ২৪ তাপস হালদার প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৩, ১৫:৩০

বাংলাদেশের নির্বাচন যতই এগিয়ে আসছে গুজবের ডালপালা আরো বিস্তৃত হচ্ছে। গুজবের আগুনে ঘি ঢেলে দিয়েছে মার্কিন নিষেধাজ্ঞা। তারা ঘোষণা করেছে বাংলাদেশের কিছু ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তারপর থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে পরিকল্পিত ভাবে গুজব ছড়িয়ে দেয়া হচ্ছে। রাজনীতিবিদ,সাবেক ও বর্তমান বিচারপতি, আমলা, পুলিশ, নির্বাচন কমিশনার,সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের নামে ভুয়া তালিকা তৈরি আতংক সৃষ্টি করা হচ্ছে। অথচ যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলেছে, ভিসা নীতিমালা অনুসারে নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের তালিকা তারা প্রকাশ করা হবেনা। শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তিকে জানানো হবে। ব্যক্তিগত ভিসা বাতিলসহ ভিসার রেকর্ড মার্কিন আইনের অধীনে গোপন রাখা হয়।


সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান বুম বিডির তথ্যমতে, ‘লন্ডন বাংলা চ্যানেল’ নামে পেজ থেকে পুলিশের সাবেক ও বর্তমান প্রায় ৯০ জনের নাম, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার ৩৫ এবং অর্ধশতাধিক সাংবাদিকদের নামের তালিকা নিষেধাজ্ঞায় আওতায় আছে বলে বিভিন্ন পেজে শেয়ার করা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞাকৃত ব্যক্তি নিজ থেকে কিছু না জানালে বাইরে থেকে কোনোভাবে জানা সম্ভব নয়। এখন পর্যন্ত বাংলাদেশের কেউ নিষেধাজ্ঞার কথা বলেননি।তবে শুধু বাংলাদেশ নয়, এবছর ভিন্ন ভিন্ন কারণে নাইজেরিয়া, আফগানিস্তান, হাইতি, সুদান ও নিকারাগুয়াসহ বেশ কয়েকটি দেশে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us