টমেটো কী ফল না সবজি? সার্বিক বিবেচনায় এটা বেশ জটিল একটা প্রশ্ন। কেননা এর উত্তর নির্ভর করবে কার কাছে প্রশ্নটি করা হচ্ছে তার ওপর। একজন উদ্ভিদবিজ্ঞানী বলবেন যে, টমেটো নিঃসন্দেহে ফল। কিন্তু একজন আইনজীবীর কাছে জিজ্ঞেস করলে হয়তো ভিন্ন অর্থ পাওয়া যাবে।
'ফল বনাম সবজি' নিয়ে এমন বিতর্ক অবশ্য বেশ পুরনো। যদিও বৈজ্ঞানিকভাবে দুটির মধ্যে স্পষ্টভাবে ভিন্নতা রয়েছে। তবুও কিছুদিন পর পর নানা খাবারকে কেন্দ্র করে এই তর্কটি সামনে চলে আসে।
ফল হচ্ছে উদ্ভিদের বীজ-বহনকারী কাঠামো যা ফুলের ডিম্বাশয় থেকে তৈরি হয়। আর সবজি হচ্ছে উদ্ভিদের যেকোনো অংশ যেটা আমরা খেয়ে থাকি। এটা হতে পারে ফুল, ডালপালা, পাতা, শিকড়, বীজ, এমনকি ফলও।