খেলাটা মাঠের ভেতরে হলে ভালো হয় না? বিশ্বকাপের জন্য উড়ানের আগে-পরে দলের পারফরম্যান্স নিয়ে আলাপ নেই। আলাপের নমুনা ছিল, ‘ভিডিও বার্তায় তামিম: আমি এই নোংরামির মধ্যে থাকতে চাইনি’, ‘তামিম টিমম্যান কি না, এই প্রশ্নও তুললেন সাকিব’, ‘প্রধানমন্ত্রী পর্যন্ত গড়ানো বিষয়ে আলোচনার প্রয়োজন ছিল না’, তামিমকে নিয়ে মাশরাফি’।
বাংলাদেশের জাতীয় দল নিয়ে শুধু যে দেশি পত্রিকায় এসব আলোচনা চলেছে, এমন নয়; ইএসপিএন লিখেছে, ‘সাকিব: তামিম চাইল্ডিশ, নট আ টিমম্যান’ (তামিম শিশুসুলভ, টিমম্যান না)। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) লিখেছে, ‘তামিম ইকবাল হিটস আউট অ্যাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড আফটার সেইং হি অপ্টেড আউট অব ওয়ার্ল্ড কাপ’ (দল থেকে বাদ পড়েছেন জানিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি ঝাল ঝাড়লেন তামিম)। ভারতের সংবাদপত্র টাইমস অব ইন্ডিয়া পেয়েছিল পেসার হাসান মাহমুদকে। তাঁর কাছেও প্রশ্ন ছিল তামিম ইকবালের বাদ পড়া নিয়ে।