কানাডার টরন্টো ভারতীয় কূটনৈতিক মিশনের বাইরে সমাবেশ করেছেন শিখধর্মাবলম্বী শত শত মানুষ। গতকাল সোমবার এ সমাবেশ করার সময় তাঁরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পদদলিত করেন ও পতাকা পোড়ান। টরন্টোর পাশাপাশি ভ্যাঙ্কুভার ও অটোয়াতেও কূটনৈতিক মিশনের বাইরে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে মোদি সরকারের নিন্দা জানান।
গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে গুরুদুয়ারার সামনে খুন হন প্রবাসী শিখ নেতা হরদীপ সিং নিজ্জর। এরপর সোমবার ভারতীয় এজেন্টরাই এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন এবং এর যথেষ্ট ‘বিশ্বাসযোগ্য কারণ’ রয়েছে বলে মন্তব্য করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে ভারত সরকার কানাডা সরকারের এমন অভিযোগ ‘অসম্ভব’ বলে উড়িয়ে দিয়েছে।