You have reached your daily news limit

Please log in to continue


কারখানা বন্ধ রেখে ৩ গুণ দামে স্যালাইন আমদানি

দেশের ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটায় এবং প্রয়োজনীয় স্যালাইনের সংকট দেখা দেওয়ায় স্যালাইন আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। প্রাথমিকভাবে ভারত থেকে ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানির সিদ্ধান্ত চূড়ান্ত করেছিল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। তবে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হওয়ায় সরকার আরও ২০ লাখ ব্যাগ স্যালাইন আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

এর প্রতি ব্যাগের দাম ধরা হয়েছে ১৪৬ টাকা। অথচ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জনস্বাস্থ্য ইনস্টিটিউটে উৎপাদিত এক ব্যাগ স্যালাইন (৫০০ মিলি) বিক্রি করা হতো ২৫ টাকায় এবং প্রতি ব্যাগ ১০০০ মিলি স্যালাইন ৪২ টাকায়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের স্যালাইন ইউনিটটি বন্ধ করে রাখা হয়েছে। এই ইউনিটের উৎপাদনক্ষমতা দৈনিক ১২ হাজার ব্যাগ। এমনকি বাংলাদেশ নৌবাহিনী বিনা খরচে স্যালাইন ইউনিটটি চালু করতে চাইলেও সাড়া দিচ্ছে না মন্ত্রণালয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন