বাংলাদেশের ব্যাংক খাতের কী অবস্থা? প্রশ্নটা কিছুটা তাত্ত্বিক, কিছুটা টেকনিক্যালও বটে। একেবারে সাধারণ মানুষের পক্ষে এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারার কথা নয়।
ব্যাংকিং এবং আর্থিক খাত বিষয়ে অভিজ্ঞতা অর্থনীতির ছাত্র-শিক্ষকরাই বিষয়গুলো নানা তথ্য উপাত্ত এবং তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে এর সমাধান দিতে পারবেন। কিন্তু এসবের বাইরেও মানুষের ধারণাগত কিছু মন্তব্য থাকে। যাকে চলতি ভাষায় আমরা বলি পাবলিক পারসেপশন বা জনমত। তো, সেই পাবলিক পারসেপশন বা জনমত বলে ভালো নেই আমাদের ব্যাংকিং খাত।